Tuesday, August 23, 2011

Bengali poem - Tanaporen

টানাপড়েন 

সত্য তুমি আজ আমার হাথের নাগালে 
ভ্রম, তোমার এই অহংকার 
নিত্য দ্বন্ধ, তোমার আমার, 
প্রতিদিন, প্রতি মুহূর্ত. 
সত্য তুমি কি সত্তি?
নাকি রাংতায় মোড়া 
এক দুরন্ত মিথ্যা?
চিনতে তোমাকে ভুল করিনি আমি 
অন্তর্নিহিত, আমার নিশ্বাসে প্রশ্বাসে 
শৃঙ্খলবদ্ধ, তোমার চতুরতায় 
ছুটে পালাতে চাই আমি,
নিজের থেকে নিজেকে লুকিয়ে, 
ঝাচক্চকে মিথ্যের আড়ালে 
পালাতে চাই! 
কেন পারিনা তোমাকে এড়াতে 
চুম্বকের মত তোমার, মায়াজাল 
তোমাকে হারিয়ে ফেলতে চাই,
সব সময়ের জন্য.
রেখে গেলাম আমার নতুন ঠিকানা 
দেখা হবে জানি,
মিথ্যের চৌরাস্তায় 
তোমার অপেক্ষায়, আমি
থাকব দাড়িয়ে!



No comments:

Post a Comment

Photo Gallery

Photo Gallery