আনন্দধারা
আনন্দ, আমি তোমাকে খুঁজেছি কতবার
বালিশের তলায়, লুকিয়ে রাখা চোখের জলে
নীল আকাশের আড়ালে,
মেঘের ঠিক পেছন খিরকি থেকে,
চিত্কার করে ডেকেছি,
আনন্দ, তোমাকে খুজেছি বারবার
কথা দিয়েছিলে তুমি,
সারা দেবে!
সাদা খাতা গুলো, নতুন
মলাটে মোরা স্বপ্নের আঁকিবুকি
আনন্দ, আমি তোমাকে খুঁজেছি কতবার
বালিশের তলায়, লুকিয়ে রাখা চোখের জলে
নীল আকাশের আড়ালে,
মেঘের ঠিক পেছন খিরকি থেকে,
চিত্কার করে ডেকেছি,
আনন্দ, তোমাকে খুজেছি বারবার
কথা দিয়েছিলে তুমি,
সারা দেবে!
সাদা খাতা গুলো, নতুন
মলাটে মোরা স্বপ্নের আঁকিবুকি
জলে ভেজা কাগগের নৌকা,
জলে ভেসে যায়, অনাথ শব্দ গুলি.
আনন্দ, তোমাকে লেখা আমার চিঠি
ভাসিয়ে দিলাম,
শব্দ গুলি জলস্রোতে আঁছরে পড়বে,
তোমার বুকের ওপর,
আশা করি, পড়বে তুমি
তোমার অলিখিত চুক্তি
আমার মুক্তির পন,
আসবে তুমি, আমার হাতের নাগালে.
Etao khub bhalo hoyechhe...
ReplyDeleteEta ekta onno dhoroner chinta. :) thanks
ReplyDelete