Wednesday, September 28, 2011

Dugga Pujo - Bengali Poem

দুগ্গা পুজো 

আগমনী বার্তা এলো 
আকাশ জুড়ে আলোর খেলা 
দুগ্গা ঠাকুর আসবে বলে 
সবুজ ঘাসে মজার মেলা 
নতুন জামা, নতুন জুতো,
পুজোর ভিড়ে বেদম গুতো.

মাটির মায়ের মাটির মানুষ 
দুঃখ, জ্বালা হাউই ফানুস 
ঢাকের ওপর পড়বে কাঠি 
বাজবে কাসর ঘন্টা, 
খিলখিলিয়ে হাঁসব সবাই 
শুনব বিজয় ধংকা.

মহিষাসুর মরবে আবার,
মরবে সকল জরা,
শিউলি ফুলের গন্ধে ভাসে,
সকল জগত সারা. 
নাচব আমি নাচবে তুমি, 
নাচব ঢাকের ছন্দে,
করব সবাই মস্তি মজা 
মাতব যে আনন্দে. 

চপ, কচুরি, ফুচকা লুচি 
থাকবে সবই লিস্ট-এ 
চাউমিন আর চিল্লি চিচ্কেন 
প্রধান হবে ফিস্ট-এ.
সপ্তমী তে ঠাকুর দেখা, 
অস্তমি তে গরম ভোগ. 
নবমী তে মাংস কষা; 
দশমী তে রাজার ভোজ.

বিজয়া তে বিষন্ন মন 
দুগ্গা যাবে ফিরে, 
আসবে আবার বছর ঘুরে 
আনন্দলোক ঘিরে. 
ঢাকের তালে নাচব আবার,
বাজবে কাসর ঘন্টা, 
দশভূজার আহবানে 
শুদ্ধ হবে মনটা. 

1 comment:

  1. bhison bhalo likhechen ramkamal da...!!! aapnar aai lekhata porte porte chotobelar kotha mone pore galo...!!! khub nostalgic hoe porlam..!!! onek bhalobasa roilo aapnar jonno... Ashok Raj.

    ReplyDelete

Photo Gallery

Photo Gallery