Thursday, August 18, 2011

Poem - Bhokatta!

কাঁচ ভাঙ্গা কাপ, 
বৃষ্টি ভেজা রাস্তা, 
আলতো রোদের তাপ, 
নিসঙ্গতা, আমাকে ডাকে 
অবকাশ খুঁজি, নিত্য নতুন 
তোমার সাথে, কিছু অনুভূতি, আবদার! 
ঘাসের ওপর, তোমার শিশির ভেজা তালু 
কালকের অসমাপ্ত নিশ্শাস 
বাতাসের আদ্রতা মেশানো, তোমার হাঁসি 
অবিকল সব কিছু, আজ 
স্বপ্ন যেন ঠেলে তুলে দিল আমাকে, 
কোন কথাটা বলছিলে যেন তুমি? 
ঘুড়ির শব্দের মত 
সেইদিন শুনিনি আমি, আজ
বলতে গিয়ে বলা হলো না. 
সম্পর্কের ভোকাট্টা! 
আজ, অন্য ছাদের কনে,
নতুন ঘুড়ির শব্দ! 


5 comments:

  1. oh ho, RK....khub bhalo....darun....

    ReplyDelete
  2. তোমার সাথে, কিছু অনুভূতি, আবদার.... quiet loved the line....kemon jeno apon lage

    ReplyDelete
  3. Thanks Sudeshna, am glad u liked it. Bhalo theko.

    ReplyDelete
  4. Hey Zindagi... thanks, i am so glad u liked it.

    ReplyDelete

Photo Gallery

Photo Gallery